ছ মাস পর দলীয় কর্মসূচীতে বিধায়ক : পরিযায়ী বললো বিজেপি

9th October 2020 7:28 pm বাঁকুড়া
ছ মাস পর দলীয় কর্মসূচীতে বিধায়ক : পরিযায়ী বললো বিজেপি


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  দীর্ঘ ছ'মাসেরও বেশী সময় পরে দলীয় কর্মসূচীতে অংশ নিতে নিজের বিধানসভা এলাকায় পা রাখলেন তৃণমূলের তালডাংরার বিধায়ক সমীর চক্রবর্ত্তী। শুক্রবার তালডাংরা ব্লক কমিউনিটি হলে দলীয় এক সভায় যোগ দেন তিনি। আর এই সুযোগে তৃণমূল বিধায়ককে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করতে রাজী নয় এই মুহূর্তে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী শক্তি বিজেপি। দলের বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন বলেন, করোনা পরিস্থিতি বা লক ডাউনের সময় যখন বিধায়ককে মানুষের প্রয়োজন ছিল, মানুষ এক প্রকার না খেতে পেয়ে থেকেছে তখন তাঁর দেখা নেই। বিধায়ক সমীর চক্রবর্ত্তী 'পরিযায়ী' পাখির মতো তার এলাকায় আসেন বলেও এই বিজেপি নেতা দাবি করেন।   এবিষয়ে তৃণমূল বিধায়ক চক্রবর্ত্তীর দাবি, প্রশাসনিক নির্দেশেই তিনি আসেননি। কলকাতা থেকে এখানে এলে তাঁকে প্রথমে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হতো। পরে সবার মাঝে যেতে পারতেন। তিনি সশরীরে এখানে না থাকলেও তার বিধানসভা এলাকার খোঁজ তিনি নিয়মিত রেখেছেন। একই সঙ্গে রোগ কে বিধায়ক আর কে শ্রমিক সে সব বিচার করেনা বলেও এই তৃণমূল বিধায়ক তার অনুপস্থিতিতি বিষয়ে নিজের বক্তব্যের সমর্থণে যুক্তি দেন।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।